[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক মত বিনিময় সভায় মিলিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিচালনা কমিটির সাথে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলমের বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নেতাকর্মীদের মানুষের পাশে থেকে আস্থা অর্জন করার আহ্বান জানান তিনি।
উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাদের নেত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথ ধরে দুরদর্শী পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যারা নেতাকর্মীরা রয়েছি, আমাদেরকে এ সকল উন্নয়ন কর্মকান্ডকে মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। সকল অপপ্রচার, ষড়যন্ত্রকে পায়ে দলে দেশকে কাঙ্খিত উন্নতির শিখরের দিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষকে কাছে টানতে হবে, তাদের পাশে থাকতে হবে, আস্থা অর্জন করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি জলিলুর রহমান, সেক্রেটারি আবদুর মালেক, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোবারক আলী এবং বিভিন্ন ভোট কেন্দ্রের আহবায়ক ও সচিববৃন্দ।