শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনী আয়োজন

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০,১০:৪৯ পূর্বাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে ৩য় বারের মতো বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২০ শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী অফিস মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট-এ শ্রীহট্ট প্রকাশ ৩য় বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বই প্রদশর্নীতে ক্রেতারা ৪০% হজরত মুহম্মদ (সা.)/মুক্তিযুদ্ধ/মওলানা ভাসানী/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/নাস্তিক-আস্তিক/বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর/ভারতের ইতিহাস কাঁপানো ঝান্সী রানি/পবিত্র হজ/কবিতা/সাইন্স ফিকশন/প্রবন্ধ/নারী/সামাজিক সমস্যা/ সালমান শাহ/সংস্কৃতি/গান/রাজনীতি/ইতিহাস/ শিশুতোষ/ছড়া/ গল্প/ রহস্য/সংস্কৃতি/রম্য প্রভৃতি বই ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১১ টা হতে রাত ১০ পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পাঠকরা শ্রীহট্ট প্রকাশ-এর অফিসিয়াল পেইজ facebook.com/srihotto.prokash অর্ডার দিয়েও ডাকযোগে বই সংগ্রহ করতে পারবেন। ০১৭১৬৯৭৩১৭৬ নম্বরে বিকাশের (মার্চেন্ট) টাকা পরিশোধের পর পাঠিয়ে দেওয়া হবে বই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে