[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় আইসিটি বিভাগ থেকে পরীক্ষামূলকভাবে চালুকৃত ‘করোনা ট্রেসার বিডি অ্যাপ’ ডাউনলোড করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন সকল অধিদপ্তর, দপ্তর ও সংস্থায় ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইসিটি সেল থেকে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল, নিম্নতম মজুরি বোর্ড, শ্রম আপীল ট্রাইব্যুনাল এর প্রধান বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, সারা দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে নাগরিকদের জন্য আইসিটি বিভাগ “করোনা ট্রেসার বিডি অ্যাপ” তৈরি করেছে। অ্যাপটি করোনা পজিটিভ ব্যক্তিদের সনাক্তের চেষ্টা করবে এবং কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সে স্মার্ট ফোনে এ্যালার্ট মেসেজ পাবে। স্মার্ট ফোনে ( https://play. google. come,/store/apps/detail/?id=com.shohoz.tracer) লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।


























