শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০,৬:৫৩ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর শ্যামলী এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ডায়নামিক ফ্যাশন নামে একটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা না দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এদিকে হঠাৎ করে বিক্ষোভ করায় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। ডায়নামিক ফ্যাশনের শ্রমিকেরা আজ সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন। বিক্ষোভের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে