শ্বাসকষ্ট বেড়েছে খালেদা জিয়ার, স্থানান্তর সিসিইউতে

সোমবার, মে ৩, ২০২১,৮:১৪ অপরাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আজ সোমবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে।

এ বিষয়ে চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিএনপি সূত্রকে জানিয়েছেন দুপুরের দিকে খালেদার শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন খালেদা জিয়া।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে