[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শ্বশুর বাড়ি মধুর হাড়ি,
খাবার-দাবার ভারি বাহারি।
আদর সোহাগ রাশি রাশি,
চলেছে মজা,আনন্দ হাসি
অলস সময় চলেনা ঘড়ি,
ভাবছি শুধু কি যে করি।
খুঁজে পেলাম কিছু কাজ,
যেমন খুশি তেমন সাজ।
পুকুর ভরা মাছের ভিড়ে,
বড়শি দিয়ে তুললাম তীরে।
পেলাম অনেক ভাজার মাছ,
মজা করে খাব আজ।
মাছ বিছিয়ে বসলাম পাড়ে,
বেচা-বিক্রী নিলাম ঘাড়ে।
হলাম জেলে, মাছ বিক্রেতা,
হেসে আকুল দেখেই তা।
নেই বাতাস,উড়েনা ঘুড়ি,
দুঃখে আমি মরি মরি।
বাহারি ঘুরি দেখলাম আজে,
পারিনা উড়াতে মরি লাজে।।
আট-দশটি বছর পরে,
পুকুরে নামি টেস্ট সাঁতারে।
হাত-পা দেখি আসছে ধরে,
উঠতে যেয়ে গেলুম পড়ে।
মহা আনন্দে গেল দু’দিন,
ফিরে এসে মন করছে চিনচিন্।
শেরপুরের শ্রীবর্দিতে আছে ভায়াডাঙা,
বেড়াতে এলে জীবন হবে আনন্দে রাঙা।
(একটি রম্য ছড়া কবিতা)
লেখক : কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানী