শোকাবহ আগষ্টে নোবিপ্রবিসাসের ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০,১০:৫৬ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নোবিপ্রবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগষ্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও গণমাধ্যম” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগ এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯ টায় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, চতুর্দিকে বিরোধী শক্তি কর্তৃক সাংবাদিকদের কন্ঠ রোধ করার চেষ্টা করা হলেও বঙ্গবন্ধুর সাহচর্যে কয়েকজন সাংবাদিক সঠিকভাবে দায়িত্ব পালনের সাহস পান। তারা দেশ প্রেম বজায় রেখে তাদের লেখনীর মাধ্যমে সবসময় মানুষকে উদ্বুদ্ধ করেছে। পরবর্তীতে স্বাধীনতার পরও সাংবাদিকদের বিশেষ অধিকার রক্ষার্থে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি উপাচার্য ড. মো. দিদার-উল-আলম তার বক্তব্যে গন্যমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বঙ্গবন্ধুর আন্তরিক দৃষ্টি ও সহযোগিতার কথা উল্লেখ করছেন। এসময় বঙ্গবন্ধুর সাথে মুক্তির সংগ্রামে এগিয়ে আসা বিশেষ কয়েকজন সংবাদিকের কার্যাবলী সংক্ষেপে তুলে ধরেছেন। উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধুু স্বাধীনতার পরেও সাংবাদিক ও গনমাধ্যমে বিশেষ অবদান রেখেছেন। এতে সংবাদ ও সাংবাদিকদের প্রতি বঙ্গবন্ধুর বিশেষ ভালোবাসার বিভিন্ন দিক ফুটে উঠেছে।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে