শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৪:০৯ অপরাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা আজ এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সফল কাউন্সিল অনুষ্ঠান ও সপ্তমবারের মতন সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গভীর অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা জনাব ওবায়দুল কাদেরের দ্বিতীয়বারের মতন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এই নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীতে এক নতুন উচ্চতায় উন্নীত হবে এবং বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি, বৈষম্য ও অসমতার বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধানের সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সমতার রাজনীতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নেবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে