[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিজস্ব সংবাদদাতা: আগামী চার বছরের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো.শহীদুর রশীদ ভূঁইয়াকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি বিভূতি ভূষণ সরকার, জামালপুুর হতে আগত সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানী, কুমিল্লা থেকে সহ সভাপতি মোঃ জাহিদুল হক, ঢাকা হতে মনিন্দ্র নাথ সিংহ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাইদুন্নেছা বেগম, সহ-অর্থ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিষদের নেতৃবৃন্দ উপাচার্যের উদ্দেশ্যে বলেন, আপনার মেধা, মনন,প্রজ্ঞা, গবেষণা, সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণমূলক প্রকাশনা কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং কৃষি সম্পৃক্ত সকলকেই অনুপ্রাণিত করেছে।
আপনার এসকল কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষি বান্ধব সদাশয় সরকার আপনাকে কৃষিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার -১৪২২ এ স্বর্ণপদকে ভূষিত করেছেন এবং ২০২০খ্রিঃ এর ১৭ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর উপাচার্য পদে অধিষ্ঠিত করেছেন।
আপনার এই সাফল্য ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ’ অত্যন্ত আনন্দ ও গর্বভরে স্বরণ করছে এবং ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ’-এর পক্ষ হতে আপনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নবনিযুক্ত উপাচার্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সদ্য যোগদানকৃত উপাচার্য তাঁর উপর প্রদত্ত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং কৃষি উন্নয়নে অসামান্য কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত পরিষদের সকল সদস্যবৃন্দসহ নেতৃবৃন্দকে যথাযথ সম্মান প্রদান এবং যেকোনো প্রয়োজনে পরিষদের সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।
ক্যাপশনঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২২ -এ স্বর্ণপদক প্রাপ্ত প্রথম উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া-কে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ও সহ-সভাপতিবৃন্দ।