শুধু আগষ্ট মাসেই ২৪৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ-নির্যাতনের শিকার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০,৯:২৭ অপরাহ্ণ
0
57

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগষ্ট ২০২০ সালে ১ মাসের শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়ে ৬৩ জন কন্যাশিশু এবং ১০৪ জন ধর্ষণের ঘটনাসহ মোট ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনার রিপোর্র্ট গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে ।

ওই প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের আগস্ট ১ মাসের মোট ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ৩২ জন গণধর্ষণসহ মোট ১০৪ জন ধর্ষণের শিকার হয়েছে, তন্মধ্যে ৪৯ জন শিশুসহ ৭২ জন ধর্ষণের শিকার হয়েছে। ১৪ জন শিশুসহ ৩২ জন গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ৩ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫০ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ১ জন। ৩ জন শিশুসহ যৌন নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার ৪ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৬ জন শিশু। নারী পাচার করা হয়েছে ১ জন। বিভিন্ন কারণে ৩১ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া ১ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৬ জন, তন্মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ২ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। বিভিন্ন নির্যাতনের কারনে ৮ জন শিশুসহ আত্মহত্যা করেছে ১৯ জন এবং ১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ২ জন শিশু।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে