শীত দেবী

বুধবার, জানুয়ারি ২৭, ২০২১,২:২১ অপরাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেবিন আক্তার

প্রকৃতির ঋতুচক্রের পরিক্রমায়
শীত আসে কাঁথা, কম্বল, চাদর মুড়ি দিয়ে
এ এক অসম্ভব অনুভূতি
সারা বিশ্বময় দেখা যায়
শীতের রকম ফের
কোথাও বরফে জমে যায় পথ প্রান্তর
কোথাও তুষারপাতে হয় পিচ্ছিল পথঘাট
হিম শীতল হাওয়া বয়ে আনে
হিম হিম ঠাণ্ডা
প্রকৃতি যেন মনে হয়
শেত শুভ্র চাদরে ঢাকা
এ এক অসম্ভব অনুভূতি
গাছ-পালা পত্র-পল্লব ঝেড়ে ফেলে
নিজেকে পরিশুদ্ধ করে
নতুনকে বরণের তাগিদে
ভোরে ঘন শিশির ছড়িয়ে পড়ে চারিদিক
আকাশ হয়ে যায় মেঘাচ্ছন্ন কুয়াশাময়
স্রোতস্বিনী নদী তার কলকল ধ্বনি
থামিয়ে হয় স্বচ্ছ জমাট জল
সুয্যি মামার উষ্ণতার আকুলতা
বেড়ে যায় বহুগুণে
জনপ্রাণী, পথচারী শূন্য
হয় রাজপথ
ঘরই হয় নিরাপদ ও ওম
দেয়ার একমাত্র আশ্রয়স্থল
চায়ে গরম ,পিঠা পুলির আয়োজন
শীতের তীব্রতাকে দমনে
হয় আগুয়ান
শীতের সতেজ শাক সবজি, রকমারি ফল
আখের রস খেজুরের রস
শীতকে উপভোগ করার
খোরাক যোগায়
আহা শীত! আহা শৈত প্রবাহ!
ঋতু বৈচিত্রের অনন্য, অসাধারণ উপঢৌকন!

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে