শীত ও ঠাণ্ডার প্রকোপ বাড়ছে উত্তরের জেলা দিনাজপুরে

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯,৮:২৬ পূর্বাহ্ণ
0
71

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শীত ও ঠাণ্ডার প্রকোপ বাড়ছে হিমালয়ের হিমেল বায়ু প্রবাহে উত্তরের জেলা দিনাজপুরে। বেশ শীত অনুভূত হচ্ছে সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমে আসছে সন্ধ্যার পর। মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বরের শেষে।

শীতের তীব্রতা দিন দিন বাড়ছে হিমালয় থেকে নেমে আসা হিমেল বায়ু প্রবাহে। সন্ধ্যা থেকে শীতল হাওয়া ভোর রাত পর্যন্ত কুয়াশা থাকে দিনে হালকা গরম হলেও। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা বাড়ছে হিমালয়ের পাদদেশে এই জেলার অবস্থান হওয়ায়।

আব্দুর রশিদ আবহাওয়া অফিসের সিনিয়র মনিটরিং কর্মকর্তা বলেন, সর্বনিম্ন তাপমাত্রা এখানে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে অবস্থান করছে গত কয়েকদিন ধরে। জেলা প্রশাসন এ পর্যন্ত জেলার ১৩টি উপজেলার দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে ৮৫ হাজার কম্বল বিতরণ করেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে