শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে

বুধবার, মার্চ ৯, ২০২২,১১:০০ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে।

আজ মেহেরপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতা একটি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজন প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ। এজন্য দেশের শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী এসময় শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে