[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
শীতের সকালে চোখ জুড়ানো
শিশিরের শ্রাবণ ধারা!
শুভ্র শিশিরের মেলা
ঘাসের উপর, পাতার উপর,
ফুলের উপর!
শিশির কণা কখনো হয়
স্বচ্ছ মুক্তা দানা
কখনো হয় বিন্দু!
সূর্যের আলো শিশিরে
দ্যুতি ছড়িয়ে
রঙিন করে চারিদিক!
প্রকৃতিকে টিপ পড়িয়ে
অপরূপ সাজে সাজায়!
শীতের শিশিরে ভিজে
নিসর্গ হয় মায়াময়!