শিশির ভেজা সকাল

মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০২০,১০:০৫ পূর্বাহ্ণ
0
632

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেবিন আক্তার

শীতের সকালে চোখ জুড়ানো
শিশিরের শ্রাবণ ধারা!
শুভ্র শিশিরের মেলা
ঘাসের উপর, পাতার উপর,
ফুলের উপর!
শিশির কণা কখনো হয়
স্বচ্ছ মুক্তা দানা
কখনো হয় বিন্দু!
সূর্যের আলো শিশিরে
দ্যুতি ছড়িয়ে
রঙিন করে চারিদিক!
প্রকৃতিকে টিপ পড়িয়ে
অপরূপ সাজে সাজায়!
শীতের শিশিরে ভিজে
নিসর্গ হয় মায়াময়!

                            
বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে