[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে কক্সবাজারের রামুতে একটি বাস উল্টে খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আজ শনিবার ভোর রাতে রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের গুরুতর অবস্থা বলে জানা গেছে।
ঢাকাস্থ পটুয়াখালী জেলা শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে সেন্টমার্টিন যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বাসটি।আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে। আহতদের কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।