শাহ আমানতে ৩০০ কার্টন বিদেশি সিগারেটসহ যাত্রী আটক

শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২০,৬:৪৩ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে এনএসআই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ থেকে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এসব সিগারেট জব্দ করা হয় গোপন সংবাদের ভিত্তিতে দুবাইফেরত মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোহাম্মদ ইব্রাহিমের গ্রামের বাড়ি। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকালে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানটির যাত্রী মোহাম্মদ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে আটক মোহাম্মদ ইব্রাহিমকে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জব্দ করা সিগারেটের বিষয়ে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে