শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

রবিবার, জুলাই ১৯, ২০২০,৫:৩৯ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা কাস্টম রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ সৌদি ফেরত একজনকে আটক করেছে। প্রায় সাড়ে ৯২ লাখ টাকা উদ্ধারকৃত এসব সোনার দাম।

গতকাল শনিবার বিকেলে সৌদি আরবের জেদ্দা থেকে আসা মোহাম্মদ জসিম নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. শরীফ।

বিকেল সাড়ে ৫টায় জেদ্দা থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে চারটি প্রসাধন সামগ্রীর কৌটায় বিশেষ কৌশলে লুকানো ১৬টি সোনার বার পাওয়া যায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে