[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ৮৩০ পিস ইয়াবাসহ বিমানবন্দর আর্মড পুলিশ শফিক উল্লাহ (৩৪) নামের এক যাত্রীকে আটক করেছে। ওই যাত্রীকে গতকাল মঙ্গলবার সকালে আটক করা হয়। শফিক উল্লাহর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালীপাড়া। তাঁর বাবার নাম আজিজুর রহমান।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সকাল ৯টার দিকে শফিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তায় অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছেন দেখে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা তাঁকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তাঁর পাকস্থলী থেকে এই ইয়াবা বের করে আনা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তিকে রফিক নামের এক ব্যক্তি টেকনাফ থেকে এই ইয়াবা দিয়ে ঢাকায় পৌঁছে দিতে পাঠায়। এ জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বললে নিয়ে আসে। বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’