[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২ হাজার ২৪৬ পিস মোবাইল সেটসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ তাদের আটক করে বিমানবন্দরের বহিরাঙ্গনের দুই নাম্বার ক্যানোপি এলাকা থেকে। আটকৃতরা হলেন- সুজন (৪৯), শাহরিয়ার হোসেন প্রিন্স (৩৩) ও রফিকুল ইসলাম (২৭)।
আটককৃতদের তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমী ও নোকিয়া ব্র্যান্ডের মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। আর্মড পুলিশ জানায়, সকাল ৭টার দিকে চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকায় আসে তারা। পরে সন্দেহ হলে তাদের আটক করে হয় এবং সকাল সাড়ে ৮টার দিকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘সকালে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে শুল্ক ফাঁকি দেওয়ার কথা স্বীকার করে। বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে আটককৃতদের বিরুদ্ধে।’
আর্মড পুলিশ জানায়, এসব মোবাইল আনা হয়েছে বাংলাদেশ ও ভারতে বিক্রির জন্য। মোবাইলগুলো ভারতে পাচার করা হতো রাজেশ নামে ভারতীয় এক নাগরিকের মাধ্যমে। ২৫ বছর ধরে চোরাকারবারির সঙ্গে জড়িত সুজন। জিজ্ঞাসাবাদে তারা এসব স্বীকার করে।
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্ড গ্রামের আক্তার হোসেনের ছেলে আটক সুজন। ঢাকার ডেমরা থানার পাড়াদুগাইর (আমিনবাগ) হাসেরপুল এলাকার বাসিন্দা শাহরিয়ার হোসেন প্রিন্স। তার বাবার নাম দুলাল হোসেন। অপর আটককৃত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নওগাঁয় (জয়তগঞ্জ)। তার বাবার নাম আব্দুর রহমান।