শাহজালাল বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবা,টাকাসহ আটক ২

সোমবার, জুলাই ২২, ২০১৯,৫:০৯ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার পিস ইয়াবাসহ বিমানবন্দর আর্মড পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে । এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় এক লাখ টাকা ।এ ঘটনা ঘটে গতকাল রবিবার বিকেলে । 

গ্রেপ্তারকৃত দুজন হলেন সাইফুল (২৮) ও মুন্নি (২৭)। সাইফুল কক্সবাজারের রামু উপজেলার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। মুন্নি ভোলার সদর থানার ছোট চর সামাইয়া গ্রামের লিটনের স্ত্রী।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে  আটক করা হয় সাইফুলকে। পরে মুন্নি সেখানে আসেন। জিজ্ঞাসাবাদে সাইফুল তাঁর কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তাঁর পায়ুপথ থেকে উদ্ধার করা হয় এক হাজার ইয়াবা ।

আর ৯৬ হাজার ৯০০ টাকা পাওয়া যায় মুন্নির কাছে । পরে মুন্নি স্বীকার করেন, তিনি মাদক কেনার জন্য এ টাকা এনেছিলেন। তিনি মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পেছনে বারেক মোল্লার মোড়ের একটি ভাড়া বাসায় থাকেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বিমানবন্দর থানায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে