শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বাসের ধাক্কায় পা হারানো বিআইডব্লিউটিসি কর্মকর্তার

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,১০:২৫ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে রাজধানীর বাংলামোটরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় বিআইডব্লিউটিসি’র পা হারানো কর্মকর্তা কৃষ্ণার। রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এখনো আটক হয়নি চালক ও হেলপার এ ঘটনায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বাংলামোটর এলাকা দিয়ে দ্রুতগতিতে ট্রাস্ট পরিবহনের একটি বাস শাহবাগের দিকে যাওয়ার সময় ধাক্কা দেয় বাসের জন্য অপেক্ষমাণ ওই নারীকে। এতে গাড়ির চাকার নিচে চলে যায় কৃষ্ণার এক পা। তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত অবস্থায়। এরপর সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় পঙ্গু হাসপাতালে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে