[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল ১ অক্টোবর ২০২২ রোজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বিজয়নগের অবস্থিত ঢাকা সরকারি বধির হাই স্কুল মাঠে সার্বজনীন পুজা উদযাপন কমিটি পল্টন থানা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসবে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস বাংলাদেশ, ডিস্ট্রিক্ট-২ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন ক্লাবের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটনের ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইফুল ইসলাম।
এপেক্স বাংলাদেশ, ডিস্ট্রিক্ট-২ এর গভর্নর এপেক্সিয়ান পার্থ সারথী ভৌমিক উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ডাঃ দিলিপ রায়।
বিশেষ অতিথি ছিলেন মোঃ এনামুল হক (আবুল) কাউন্সিলর, ১৩নং ওয়ার্ল্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মোঃ সালাউদ্দিন মিয়া অফিসার ইনচার্জ পল্টন মডেল থানা ডিএমপি ঢাকা, শ্রী সুমন্ত ঘোষ, সিইও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, শাহাদৎ আলম হারু চৌধুরী, সভাপতি বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, শ্রী হিরন্ময় বারুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) পল্টন মডেল থানা ডিএমপি ঢাকা, এস. এম. পলাশ ( পল্লব), প্রধান উদ্যোক্তা ও সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য , পল্টন থানা সর্বজনীন পূজা কমিটি , ঢাকা।
এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত; ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান মাহবুবুর রহমান বিদ্যুৎ, ডিস্ট্রিক্ট-২ সেক্রেটারি এপেক্সিয়ান এএসএম নাফিস খাঁন, ডিস্ট্রিক্ট-২ ট্রেজারার এপেক্সিয়ান নজরুল করিম রনি, এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন এর চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ মনোয়ার হোসেন তৌফিক, এপেক্স ক্লাব অব মেট্রোপলিটন ক্লাবের আইপিপি এপেক্সিয়ান মোঃ আল-আমিন কবির, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান বাদশা ফাহাদ আকাশ, এপেক্সিয়ান তপন চন্দ্র সাহা ও মিসেস সাইফুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, ওয়ার্ড কাউন্সিলর, সমাজসেবক, সংগঠক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ পুলিশ এর উর্ধতন কর্মকর্তা
বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন।