শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক জননীর মৃত্যু

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,৬:৪০ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে ঢাকা-সিলেট রেলপথে। এই দুর্ঘটনা হয় বুধবার সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইলের ধাক্কায়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী এবং ২ ছেলে এবং এক মেয়ে সন্তানের জননী ছিলেন নিহত সালমা আক্তার। 

বুধবার সকালে রেলপথের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় সালমা আক্তার সুরমা মেইলের সাথে ধাক্কা লেগে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই নারী শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন এবং অলিপুর এলাকায় একটি চায়ের স্টল পরিচালনা করতেন বলে জানান অলিপুর রেলগেইট-ম্যান শামীম মিয়া। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে