[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আদম আলী (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদম আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপিনাথ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, শুক্রবার রাতে বগুড়াগামী একটি ফার্নিচার বোঝাই ট্রাক নয়মাইল স্ট্যান্ডের উত্তরপাশে দাঁড় করিয়ে ট্রাক চালক আলম আলী গাড়ির কাচ পরিষ্কার করছিলেন। এমন অবস্থায় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৩৯৯) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়ান ট্রাকটির সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক আদম আলী মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক রয়েছে।