[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পরিষদের নেতাকর্মীরা।
এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাবেক সভাপতি এয়াকুব আলী, অধ্যাপক ড. রাশেদুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান সহ পরি ষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
এছাড়াও দিবসটি উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন, কালো পতাকা উত্তোলনসহ শহীদদের স্মরণে নিরবতা পালন ও দোয়া মোনাজাতের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।