[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী নীল-নকশা অনুয়ায়ী বাঙ্গালি জাতির শ্রেষ্ট সন্তান বরেন্য শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙ্গালি জাতিকে মেধা শূন্য করতে চেয়েছিল।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেনী পেশা ও সাধারণ মানুষের ঢল নেমেছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সকাল ৮.৩০ মিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পণ ও লাল সালাম জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মোতাসিম বিল্লাহ সানি, ঢাকা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ তৌহিদ, আব্দুল আহাদ মিনার, কমরেড রফিকুল ইসলাম সুজন প্রমুখ নেতৃবৃন্দ।