শহীদ ফারুকের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়ে যাওয়ার শপথ ছাত্র মৈত্রীর

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৬:২৭ পূর্বাহ্ণ
0
202

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জামায়াত-শিবিরের সশস্ত্র হামলায় নিহত বাংলাদেশ ছাত্র মৈত্রীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন মেধাবী ছাত্রনেতা শহীদ ফারুকুজ্জামান ফারুকের ২৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

’৯০ এর ৬ ডিসেম্বর স্বৈরচার-সাম্প্রদায়িকতা-সন্ত্রাস-সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর এক দশক পূর্তির দিনে স্বৈরচার এরশাদের পতন ঘটে। ফলে একদিকে দেশজুড়ে উপচে পড়া উল্লাস, অন্যদিকে ধর্মীয় সাম্প্রদায়িক-মৌলবাদী ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির এবং তাদের পৃষ্ঠপোষক এরশাদ ও তার দল ক্ষমতাচ্যুত হওয়ার ক্ষোভে দিশেহারা! ’৯০ এর ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে স্বৈরাচার পতনের উল্লাসে আনন্দ মিছিল বের হলে শিবিরের ক্যাডাররা মিছিলে অংশগ্রহনকারী শিক্ষিকাদের লাঞ্চিত করতে শুরু করে। ব্রাহ্মনবাড়িয়া থেকে উঠে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর উক্ত শাখার তৎকালীন সহসভাপতি ফারুকুজ্জামান ফারুক তা মেনে নিতে পারেন নি। তিনি শিক্ষিকাদের শিবিরের হাত থেকে রক্ষা করতে খালি হাতেই শিবিরের সন্ত্রাসিদের বিরুদ্ধে রুখে দাড়ান। সেদিন শিবিরের ছোরা গুলি ও ধারালো দেশীয় অস্ত্রের বর্বর আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন ফারুক। দু’দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ ডিসেম্বর নিজের জীবন উৎসর্গ করেন। শহীদ ফারুকুজ্জামান ফারুক তার জীবন উৎসর্গ করার মধ্যদিয়ে শিক্ষার পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় পুঁজিবাদী, সা¤্রাজ্যবাদী, সাম্প্রদায়িকতা, মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে নির্ভিক এবং আপোষহীন চিত্তে সংগ্রামে অবতীর্ণ হওয়ার দিক নির্দেশনা দিয়ে গেছেন।

শহীদ ফারুকুজ্জামান ফারুকের ২৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র মৈত্রী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং শহীদ ফারুকের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর শাখার সভাপতি ইয়াতুন্নেসা রুমা, স্কুল বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক হিসাম খান ফয়সাল সহ আরো অনেকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে