[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ সকাল ৮টায় শহীদ আসাদের ৫৩ তম মৃত্যু দিবসে ঢাকা মেডিকেল কলেজের সামনের বেদীতে বাংলাদেশ যুব মৈত্রী শহীদ আসাদের স্মৃতির প্রতি সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুতাসিম বিল্লাহ সানীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কালে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, কোষাদক্ষ কাজী মাহমুদুল হক সেনা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, কেন্দ্রীয় কমিটির সদস্য, ওমর ফারুখ সুমন, মানিক হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য মাবুদ রানা, তরুণ প্রমুখ।
উল্লেখ্য শহীদ আসাদের রক্তদানের মধ্য দিয়েই পাকিন্তানিদের বিরুদ্ধে চুড়ান্ত লড়াই শুরু হয় যার ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেলাম প্রিয় স্বদেশ আমাদের বাংলাদেশ।