শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২০,৯:১৩ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ শ্রদ্ধা জানান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, উচ্চ শিক্ষা পর্যায়ে এখনো বাংলা চালু করতে পারিনি। পাঠ্যবইগুলো এখনো বাংলা করতে পারিনি। অতি অল্প সংখ্যক বই বাংলায়। তাই আমাদের প্রথমেই বাংলা বই লিখতে হবে। প্রকৃতপক্ষে যদি আমরা শিক্ষা ব্যবস্থায় বাংলা ব্যবহার করতে পারি তাহলে জাতীয় জীবনে প্রভাব পড়বে।

তিনি আরো বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে উপস্থাপনায় বাংলা ভাষা ব্যবহারে মিশ্রণ তৈরি করছে কিছু এফএম রেডিও ও তথাকথিত চ্যানেল। যেখানে সম্পূর্ণ বাংলাও না, আবার ইংরেজিও না। এরা এমনভাবে মিশ্রণ ঘটাচ্ছে যা দূষণীয়। এরা বায়ু দূষণ, শব্দ দূষণের মতো ভাষা দূষণ করছে।  

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড.মোস্তফা কামাল প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে