শহিদ রাসেল দিবস পালিত

বুধবার, অক্টোবর ২৮, ২০২০,৭:৩৯ অপরাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ সকাল ১১টায় বাংলাদেশ যুব মৈত্রীর নেতা শহিদ রাসেল আহম্মেদ খান-এর ১৪তম মৃত্যুবার্ষিকী ওয়ার্কার্স পার্টি কার্যালয় চত্বরে সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে শহিদ রাসেলের প্রতিকৃতিতে যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির ফুলেল শ্রদ্ধা ও লাল সালাম নিবেদনের মাধ্যমে শুরু হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, তাপস দাস, কাজী মাহামুদুল হক সেনা, এম এম মিলটন, মিজানুর রহমান মিজান, মানিক হাওলাদার, জসিম উদ্দীন, ওমর ফারুক সুমন, টিপু সুলতান, জামিরুল ইসলাম ডালিম, হজরত আলী সুমন, ফুলবাবুসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে শহীদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও লাল সালাম জানান পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন।

জাতিয় শ্রমিক ফেডারেশনের পক্ষে সভাপতি কামরূল আহসান এবং সাধারণ সম্পাদক আমিরুল হক আমিনসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রুবেল, সহ-সভাপতি অতুলন দাস আলো সহ নেতৃবৃন্দ। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষে শহিদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন সহ নেতৃবৃন্দ। টেক্সটাইল গামেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষে তপন সাহাসহ নেতৃবৃন্দ শহিদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় কৃষক সমিতির পক্ষে আবুল কালাম আজাদ খানসহ নেতৃবৃন্দ শহিদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। সাপ্তাহিক নতুন কথা’র পক্ষে এম.এম. মিল্টনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা ও লাল সালাম জানান। জাতীয় গার্হ্যস্থ নারী শ্রমিক ইউনিয়নের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহারসহ নেতৃবৃন্দ শহিদের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও লাল সালাম জানান।

উলেখ্য ২০০৬ সালের ২৮ অক্টবর খুনি সাম্প্রদায়িক বি.এন.পি-জামাতের হাতে শহিদ হোন যুব মৈত্রীর নেতা রাসেল। দিবসটি স্মরণে বাংলাদেশ যুব মৈত্রী দেশব্যাপী আলোচনা সভা, স্মরণ সভার আয়োজন করে।
এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘রাজনৈতিক ও সামাজিক দুর্বৃত্তায়ন প্রতিহত করুন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নিন।’

শহিদ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও লাল সালাম নিবেদন শেষে সভাপতির বক্তব্যে সাব্বাহ আলী খান কলিন্স বলেন, রাসেলের জীবনদান ছিলো বি.এন.পি-জামাত জোট সরকার আমলের দুঃশাসন, দুর্নীতি, নিপীড়ন, নির্যাতন, ৭১-এর পরাজিতদের পুনর্বাসন, রাজাকারদের মন্ত্রিত্ব দানের বিরুদ্ধে দেশব্যাপী লড়াইয়ে যুব মৈত্রীর নেতা রাসেল জীবনদান করেন।

আজ চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে আমরা দেখছি সাম্প্রদায়িক খুনি বি.এন.পি-জামাত পিছু হটলেও পরাস্ত হয়নি। অন্যদিকে দেশে দুর্নীতি, সিন্ডিকেট, বেকারত্ব বৃদ্ধি, রাজনীতিতে ও সমাজে দুর্বৃত্তায়ন দানব হয়ে গজিয়ে উঠছে। ধনি-গরিবের বৈষম্য বাড়ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। বর্তমানকালে সমতা সুদূর পরাহত। নায্যতা কল্পনাতীত রাজনীতিকে কুড়ে খাচ্ছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তদের এখনি রুখতে হবে অন্যথায় অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির বিপদ আসন্ন। কলিন্স আরো বলেন, শহিদ রাসেল হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারসহ মামলাটি বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে আসামিদের দ্রুত বিচার দাবি জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে