শপিংমল ও দোকানপাট খোলার সময় বাড়ল রাত ৯টা পর্যন্ত

সোমবার, এপ্রিল ২৬, ২০২১,১২:১১ অপরাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শপিংমল ও দোকান খোলার সময় বাড়ল। গতকাল রবিবার (২৫ এপ্রিল) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আগে ১০টায় খুলে বিকাল ৫টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত থাকলেও রোজাদারদের কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকবে।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

এদিকে, ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রবিবার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় হুড়মুড়িয়ে আসতে থাকে ক্রেতারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে