[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দিন ইয়াসিন শপথ নিয়েছেন। তিনি দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ রবিবার সকালে মালয়েশিয়ার রাজার উপস্থিতিতে শপথ নেন তিনি।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে গতকাল মালয়েশিয়ার রাজা জানিয়েছিলেন, নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিদ্দিন ইয়াসিন। এর আগে হঠাৎ করেই গত ২৪শে ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। তবে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় মাহাথির জানান, দুই বছর পর তিনি পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী হবেন জোটের শরিক দলের নেতা আনোয়ার ইব্রাহিম। কিন্তু তবে সেটা হয়নি, দুইদিন আগে ৯২ বছর বয়সী মাহাথির জানান, ক্ষমতা গ্রহণে আবার প্রস্তুত তিনি। তবে সংসদ সদস্যদের সাথে কথা বলার পর রাজা ইয়াসিনের নাম ঘোষণা করেন।