লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল মুস্তাহিদুর রহমান

শুক্রবার, মে ১, ২০২০,৭:০৫ পূর্বাহ্ণ
0
190

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়।

১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। এরপর তিনি বিভিন্ন স্টাফ, ইনস্ট্রাকশনাল ও কমান্ড পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ চা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে