লালবাগে বাড়ির ভেতর গৃহবধূর মৃতদেহ উদ্ধার

বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০,৫:০৯ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর লালবাগ থানাধীন পূর্ব ইসলামবাগের একটি বাসায় তানিয়া আক্তার রুমি (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই নারীর গলায় দাগ রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

এই ঘটনা ঘটে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন। রুমির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। ওই নারীর গলায় দাগ থাকায় তাকে হত্যা করা হতে পারে বলে মনে হওয়ায় লালবাগ থানায় ঘটনাটি জানানো হয়েছে বলে জানান তিনি।

মৃত রুমির স্বামীর নাম সাহেদ হাসান। তারা লালবাগ পূর্ব ইসলামবাগ ছাতা মসজিদ গলির সিরাজের বাড়ির ৬ষ্ঠ তলায় ভাড়া থাকতেন। রুমি সাহেদের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে তাহসিন নামে আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

মৃত রুমির স্বামী সাহেদ গণমাধ্যমকে জানান, তিনি খাওয়ার সময় পাশের রুমে ছিলেন রুমি। সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। চেয়ারসহ ফ্লোরে পড়ে ছিল রুমি। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। ঠিক কি কারণে রুমির মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না বলে জানান স্বামী। মৃত রুমি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার দূর্গাপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে