লাইসেন্সবিহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রি না করতে চসিক প্রশাসকের আহ্বান

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০,১০:২৪ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্যারভান কার্যক্রমের উদ্বোধনী দিনে কাপ্তাই রাস্তা মোড় পরিদর্শনের সময় স্থানীয় এলাকাবাসী সরকারী লাইসেন্স প্রাপ্ত একটি মদের দোকানে ঢালাও মদ বিক্রি এবং মদের দোকানটিকে ঘিরে অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নিকট উত্তাপন করেন।

এ সময় প্রশাসক ঢালাও ভাবে মদ বিক্রি না করা এবং কোন রকম অসামাজিক কার্যকলাপ যাতে সংগঠিত না হয় সে ব্যাপারে বিক্রেতা মালিককে সর্তক করে দেন। এরপর থেকে সরকারী লাইসেন্সপ্রাপ্ত ঐ দোকানটিতে মদ বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিক্রেতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে একটি আবেদন পত্র জমা দেন।

সে আবেদনের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কর্মকর্তারা গতকাল বিকেলে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে প্রশাসকের সাথে সাক্ষাত করেন। এ সময় প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের জানান যে, কাপ্তাই রাস্তা মোড়ে দোকানটিতে মদ বিক্রি ব্যাপারে কোন নিয়ম-নীতি মানা হয় না এবং ঢালাও ভাবে সকলের কাছে মদ বিক্রি করা হয়-এর ফলে এলাকার পরিবেশ নাগরিকদের জন্য অসহনীয় হয়ে উঠে।

তিনি আরো বলেন, দেশে উৎপাদিত কানন্ট্রি লিকার শুধুমাত্র লাইসেন্স প্রাপ্তদের মধ্যে বিক্রি করতে হবে। এর বাইরে ঢালাও ভাবে বিক্রি করা যাবে না। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সরকারি বিধি-বিধান মেনে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলোতে লাইসেন্স বিহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রি হচ্ছে কি না সে ব্যাপারে তদারকি করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত বিভাগীয় পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, উপ পরিচালক রাশেদুজ্জামান, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে