[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) চিকিৎসাধীন আছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা রাব্বী। আজ মঙ্গলবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে গুরুতর অবস্থায়।
ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, আনোয়ারা রাব্বী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এক সপ্তাহ আগে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে সিএমএইচে নেওয়া হয়।
এদিকে আনোয়ারা রাব্বীর আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।