লবণ সংকটের গুজবে কান না দেয়ার চসিক মেয়রের আহবান

বুধবার, নভেম্বর ২০, ২০১৯,৭:২২ পূর্বাহ্ণ
0
8
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশে লবণের প্রাপ্যতা নিয়ে গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই আহবান জানান।তিনি বলেন একটি মহল সু পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে।

এই ধরনের গুজব সরকারের ভাবমূর্তি বিনষ্ট,অস্থিতিশীল করা এবং জনগণকে জিম্মি করার অপকৌশল বলে তিনি উল্লেখ করেন।প্রকৃতপক্ষে দেশে লবনের পযর্ন্ত মওজুদ রয়েছে। আগামী ডিসেম্বর মাসে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে নতুন লবন।যা বতর্মান মওজুদের সাথে যোগ হবে।ফলে দেশে লবনের কোন সংকট নেই এবং কোন সম্ভাবনা নেই। তিনি লবন নিয়ে  কিংবা অন্য কোন বিষয়ে কোন মহল বা ব্যক্তি  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিস্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনরজন্য পুলিশ প্রশাসনের প্রতি আহমদ জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে