র‍্যাবের হাতে আটক আলোচিত ইফান হত্যা মামলার প্রধান আসামি ইমন

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩,১২:৫২ অপরাহ্ণ
0
117

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নাজমুল হুদা ওরফে ইফান হত্যা মামলার প্রধান (এক নাম্বার) আসামি মো. ইমন মিয়াকে (২২) আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শুক্রবার (১৪ জুলাই/২৩) রাত ০১ টার দিকে র‍্যাব-৫, সিপিএসপি কোম্পানি রাজশাহী নাজমুল হুদা ইফান হত্যার প্রধান (এক নাম্বার) আসামী ইমনকে রাজশাহীর বাসা থেকে গ্রেফতার করে। পরে র‍্যাব-৫, রাজশাহী ইমনকে মামলার আইয়ুর কাছে হস্তান্তর করেন।

আটক ইমন উপজেলার আড়াইউড়া গ্রামের ইনছানের ছেলে এবং ইফান হত্যা মামলার ০১ নম্বর আসামি।

আটকের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন মিয়া (২২) ইফান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সোমবার (২৬ জুলাই/২১) রাত পৌঁনে ৮টার দিকে ঘোষপাড়া মোড় এলাকায় ইফানকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ইফানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইফানের বাবা মো. জামাল বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে