রৌমারী সীমান্তে বিএসএফ’র হামলায় গরু ব্যবসায়ী আহত

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৬:২৩ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে বিএসএফ’র পিটুনিতে আব্দুল আজিজ নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দাঁতভাঙ্গা কোম্পানীর বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে।

রৌমারী হাসপাতালের চিকিৎসক হিরো আলম জানান, আব্দুল আজিজের অবস্থা আশংকাজনক। তার প্রাথমিক চিকিৎসা চলছে। এক্স-রে ও অন্যান্য পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।

দাঁতভাঙ্গার ইউপি সদস্য মো. শাহজাহান আলী বলেন, আব্দুল আজিজের বাড়ি রৌমারী উপজেলার ইজলামারী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করেন। তিনি আরো জানান, ভোররাতে সীমান্ত ওপারে গিয়ে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।’

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী আব্দুল আজিজসহ ৬ জন আহত হন। অন্যান্যরা হলেন, সবুজ (৩০), স্বপন (২৩), জাহাঙ্গীর (৩৫), মজনু (৩০) ও ফজলু (৪০)।

আহত ব্যক্তির স্ত্রীর শেফালী আক্তার বলেন, ‘মানুষডাক (আজিজ) মাইরা কিছু থয় নাই। শরীরের মেলা (অনেক) স্থান ও মাথা ফেটে গেছে। রক্ত দিয়া হারা (সারা) গায় ভাইসা গেছে। মানুষডা বাঁচব কিনা মরব আল্লাহই জানে।’

এ ব্যাপারে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানীর সুবেদার মজিবুর রহমান বলেন, আব্দুল আজিজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে