[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার একুশ হাজার ছয়শত নিরক্ষরকে তিনশত ৬০টি শিক্ষন কেন্দ্রের মাধ্যমে নিরক্ষর মুক্ত করব।
গত বৃহস্পতিবার সকালে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় রৌমারী উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়াম্যান শেখ আব্দুলাহ, উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো: আবু হানিফ, জেলা উপানুষ্ঠানিক ব্যুরো’র সহকারী পরিচালক মো: মোশফিকুর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মো: আনিসুর রহমান, সিএসডিকে’র সহকারী নির্বাহী পরিচালক মো: আমির হোসেন প্রমুখ।