রোজা উপলক্ষে বিএসএফআইসি’র চিনি বিক্রি শুরু

বুধবার, এপ্রিল ২২, ২০২০,৮:৪০ পূর্বাহ্ণ
0
71

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আসন্ন পবিত্র রমজান মাসে ভোক্তাদের গুণগত মানসম্পন্ন দেশীয় চিনি পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

          সরকার নির্ধারিত দরে চিনি বিক্রির লক্ষ্যে বিএসএফআইসি’র ১৫টি চিনিকল থেকে প্রতি মে.টন ৬০ হাজার টাকা দরে বস্তাজাত চিনি বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি, সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি বরাদ্দ দেয়া হচ্ছে। ঢাকা মহানগরীর সুপার সপগুলোতে প্যাকেটজাত এক কেজি চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে।  চিনিশিল্প ভবনের বেজমেন্টেও নির্ধারিত মূল্যে চিনি বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন, সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটরিং করছে।

          এছাড়াও করোনার কারণে দেশব্যাপী হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপক বৃদ্ধির প্রেক্ষিতে বিএসএফআইসি’ প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২৩ মার্চ থেকে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করছে, যা ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, জৈব সার ‘সোনার দানা’ ও কেরুজ ভিনেগার ব্যাপক হারে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। চিনিশিল্প ভবনের বেজমেন্টে চিনির পাশাপাশি এ সকল পণ্যও ক্রেতারা  কিনতে পারবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে