রোগীদের সেবা নিশ্চিতে জেলা সদর হাসপাতালকে দালালমুক্ত রাখুন : পর্যটন প্রতিমন্ত্রী

সোমবার, মে ৩১, ২০২১,১০:৩৩ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাধারণ রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে জেলার সদর হাসপাতালকে দালালমুক্ত রাখতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

গতকাল হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সবাই যাতে টিকা পান সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। কোভিড-১৯ মোকাবিলায় সবাইকে অধিকতর সচেতন হতে হবে, মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে