[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আসন্ন ঈদুল ফিতর পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ফিরছে রাজধানীবাসী। ঘরে ফেরা মানুষ ভিড় করেছেন ঢাকার প্রধান প্রধান সড়ক, রেল ও নৌ টার্মিনালে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে না যাত্রীদের।
আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়,লোকজনের ভিড় বিভিন্ন কাউন্টারে । তবে বাসও মিলছে। অনেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও অধিকাংশই জানিয়েছেন বাড়তি ভাড়া নেয়নি।
একইভাবে রেল স্টেশনে ও নৌ টার্মিনালে ভিড় দেখা গেছে ঘরে ফেরা মানুষের। তবে এখন পর্যন্ত বাড়তি ভিড় ছিল না কোথাও।
বাসের কর্মীরা বলছেন, গতবারের মতো ভিড় এখনো শুরু হয়নি। কারণ এখন টিকিটতো অনেক জায়গা থেকেই কাটা যায়। বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটি বাস কোম্পানির টিকিট কাউন্টার। তাছাড়া অনলাইনে কেনা যায় টিকিট।
তবে আগামী ৩-৪ তারিখের টিকিট পাওয়া যাচ্ছে না কাউন্টারে, এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা। সে দিনদুটি বাদে অন্য দিনের টিকেট কম-বেশি আছে।
আগামী ৩ জুন ছুটি হবে গার্মেন্টস। তখন বাড়িমুখো যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করছেন পরিবহন কর্মীরা।