রেলপথ মন্ত্রীর সা‌থে ভারতীয় হাইক‌মিশনা‌রের সাক্ষাৎ

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০,১২:৫৬ অপরাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গতকাল রেলভবনে সাক্ষাৎ করেন।  

          সাক্ষাৎকালে ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলও‌য়ে‌তে যে সকল প্রকল্প চলমান আছে সে প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা হয়।  বিশেষ করে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ এবং টঙ্গী থেকে জয়‌দেবপুর  পর্যন্ত ডাবল লাইন বিষয়ে। এছাড়া নির্মাণ করা হচ্ছে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত নতুন লাইন, সেখানে ভারতের অং‌শের ১৫০ মিটার নির্মাণ করলে বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ চালু করা সম্ভব হবে। এটি যাতে আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা যায় সে বিষয়ে রেলপথ মন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান ।

এছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হলে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালানো যাবে সে বিষয়েও আলোচনা করেন রেলপথ মন্ত্রী।  এ সময় দুই দেশের মধ্যকার চালু কা‌র্গো ও পণ্যবাহী ট্রেন বিষয়ে আলোচনা হয় এবং এটি দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় সাফল্য বলে আলোচনা হয়।

বৈঠ‌কে  ভবিষ্যতে দেশের রেল যোগাযোগ ক্ষেত্রে  উভয় দে‌শের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে