রাস্তা হারিয়ে অটোওয়ালার কাছে সাহায্য চেয়ে ধর্ষণের শিকার তরুণী

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৭:৩০ পূর্বাহ্ণ
0
102

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আবারো সেই হায়দ্রাবাদে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার অটোওয়ালার কাছে সাহায্য চেয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় ১৯ বছর বয়সী ওই তরুণী তার ছোট বোনকে নিয়ে বেরিয়েছিল দাদির বাড়ি যাবে বলে। কিছুদূর যাওয়ার পর রাস্তা ভুলে যায় সে। যে জায়গা থেকে তার দাদির বাড়ির দূরত্ব তিন কিলোমিটার। অটোচালক আনোয়ার প্রথমে ওই তরুণী ও তার বোনকে নিজের বাড়ি নিয়ে যান। বাড়িতে এভাবে দুই মেয়েকে দেখে বিরক্ত হন আনোয়ারের মা।

ছেলেকে বলেন, ওই সময়ই তাদের বাড়ি পৌঁছে দিতে। এরপর আনোয়ার বাড়ি থেকে বেরিয়ে তাদের নিয়ে পাশের একটি হোটেলে যান। সেখানে বোনকে ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন। ভোরে তাদের ফলকনামা রেলস্টেশনে ফেলে পালিয়ে যান। 

এরপর ওই কিশোরী স্টেশন থেকে এক আত্মীয়কে ফোন করে। সেই আত্মীয় এসে দুই মেয়েকে বাড়ি নিয়ে যান। বাড়িতে যাওয়ার পর কিশোরীর বক্তব্যের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। আনোয়ার ও ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের আটকের ব্যাপারে অভিযানও শুরু হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে