রাশিয়ার শহরজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ

শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২,১:২৯ অপরাহ্ণ
0
63

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাশিয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে। হাজার হাজার বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে রাশিয়ার বৃহত্তম দুই শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছে তাঁরা। প্ল্যাকার্ডে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সাইবেরিয়াতেও বিক্ষোভ হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ।

বিবিসি বলেছে, এক হাজার আট শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মস্কোতে বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে দাঙ্গা পুলিশ।  

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডের পাশাপাশি ফুল হাতে রাস্তায় নেমেছে। তাঁরা স্লোগান দিয়েছে, যুদ্ধ নয় শান্তি চায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে। বিক্ষোভে নারী-পুরুষ উভয়ে অংশ নিয়েছে।

সূত্র: বিবিসি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে