রাশিয়ার আকাশে দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৬:৩৬ পূর্বাহ্ণ
0
30
A Sukhoi Su-25 jet fighter fires rockets during a joint Kazakh-Russian military exercise at Otar military range, some 150km (93 miles) west of Almaty, October 3, 2008. REUTERS/Shamil Zhumatov (KAZAKHSTAN)

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাশিয়ার লিপেটস্ক শহরে মাঝ আকাশে দুই সুখোই-৩৪ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন কোনো রকম ক্ষতি ছাড়াই। এ ঘটনা শুক্রবার দেশটির লিপেটস্ক শহরেঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণে ছিল। পাইলটদের ভুলের কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়। 

একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে এ ঘটনা পরীক্ষার জন্য। যাতে প্রতিটি ক্রুর দায়বদ্ধতার সীমা নির্ধারণ করা যায়। দুর্ঘটনার পরে কোনো রকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে