রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১,৯:৪২ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসচাপায় মাঈন উদ্দিন নামের এক এসএসসি শিক্ষার্থী মারা গেছেন। সোমরাত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে রামপুরা বাজারের সামনে। ঘটনার পরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেয় এলাকাবাসী এবং রাস্তা বন্ধ করে দেন।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে। 

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, রামপুরায় একটি বাসে আগুন দিয়েছে জনতা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

এরআগে সোমবার দুপুরেও ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা রামপুরায় রাইদা পরিবহনের ৪০টি বাস আটক করেছিল। এক সহপাঠীকে ছাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার প্রতিবাদে ওই বাসগুলো আটকেছিল তারা। পরে পুলিশের উপস্থিতিতে বাস মালিকদের সঙ্গে সমঝোতায় বাসগুলো ছেড়ে দেওয়া হয় বিকালে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে