[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারের একটি যাত্রীবাহী বিমান। এ সময় বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে নিরপদে বের করে আনা হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ভারি তুষারপাতের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইনসের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। সে সময় দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
এরপর সেখানে কিছুক্ষণের জন্য বিমান উঠা-নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছে, বিমানটি উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে ক্রুরাও তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র : ভক্স নিউজ।