[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটি হলেন ঐ গ্রামের সুমন আলীর পুত্র। সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলার উত্তর সন্ধ্যারই গ্ৰামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে উপজেলার সন্ধ্যারই গ্ৰামের সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বীর হোসেন বাড়ীর পাশে ডোবার পানিতে ডুবে গেলে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। সেসময় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলম শিশুটির মৃত্যু নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
এ বিষয়ে জানতে রানীশংকৈল থানা ওসি এস.এম জাহিদ ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগও করনেনি।